Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগারওয়ালের আরেকটি সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:১৬ এএম

 ঠিক যেখানে শেষ করেছিলেন শুরু করলেন যেন সেখান থেকেই। আগের টেস্টে ডাবল সেঞ্চুরি পাওয়া ওপেনার মায়াঙ্ক আগারওয়াল পেলেন সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলির ব্যাট থেকে এল ফিফটি। পেসার কাগিসো রাবাদার দারুণ বোলিংয়ের পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনে টেস্টে বড় সংগ্রহের পথে রয়েছে ভারত। টপ অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৭৩ রান তুলেছে স্বাগতিকরা। আলোকস্বল্পতার কারণে ৪.৫ ওভার আগেই দিনের খেলার সমাপ্তি টানেন মাঠের দুই আম্পায়ার।

গতকাল টস করতে নেমেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনির পর মাত্র দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ৫০ টেস্টে ভারতকে নেতৃত্ব দেবার কীর্তি গড়েন তিনি। জেতেন গুরুত্বপূর্ণ টসটাও। তবে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। বিশাখাপতœম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা রোহিত শর্মা ফেরেন দ্রুতই। দিনের শুরু থেকেই চমৎকার বোলিং করতে থাকা রাবাদার অসাধারণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ১৪ রান করে।

শুরুর সেই ধাক্কা কাটিয়ে নতুন ব্যাটসম্যান পুজারার সাথে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন মায়াঙ্ক। দুজনের জুটিতে স্কোরকার্ডে যোগ হয় ১৩৮ রান। তবে সিরিজে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেবার পর আর খুব বেশিদূর এগোতে পারেননি পুজারা। ৫৮ রান করে রাবাদার অফস্টাম্পের বাইরের বলে ধরা পড়েন স্লিপে। মায়াঙ্ক অবশ্য অন্য পাশ ধরে রেখে ইনিংস টেনে নিয়ে গেছেন। রাবাদা-ফিল্যান্ডারের পেস বা কেশভ মহারাজের স্পিন; সবকিছুই সামলেছেন দারুণ স্বচ্ছন্দে। মহারাজের টানা দুই বলে দুটি ছক্কা মেরে পৌঁছান ৯৯ রানে। পরের ওভারে ফিল্যান্ডারকে চার মেরে পূর্ণ করেন সেঞ্চুরি।

কোহলির সাথে মায়াঙ্কের জুটি যখন জমে উঠছে, তখন আবারও রাবাদাকে আক্রমণ আনেন প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি। অধিনায়কের ভরসার প্রতিদানও দেন এই পেসার। নতুন স্পেলের প্রথম ওভারেই আউট করেন মায়াঙ্ককে। অফস্টাম্পের বাইরের বল সামনের দিকে খেলতে এসে স্লিপে দু প্লেসির হাতে ক্যাচ দিয়ে ফেরেন মায়াঙ্ক। ১০৮ রানের ইনিংসটিতে ১৬টি চারের পাশাপাশি ছিল ৪টি ছক্কা।

চতুর্থ উইকেটে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভারতকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান কোহলি ও আজিঙ্কা রাহানে। নতুন বলে ভারত অধিনায়ক ও সহ-অধিনায়ককে বিচ্ছিন্ন করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৯১ বলে পঞ্চাশ স্পর্শ করা কোহলি অপরাজিত আছেন ৬৩ রান নিয়ে। সঙ্গী রাহানের সংগ্রহ ১৮। ৩ উইকেট নিয়ে দিনের খেলার সফলতম বোলার রাবাদা ১৮.১ ওভারে দিয়েছেন ৪৮ রান।

সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস : ৮৫.১ ওভারে ২৭৩/৩ (মায়াঙ্ক ১০৮, রোহিত ১৪, পুজারা ৫৮, কোহলি ৬৩*, রাহানে ১৮*; ফিল্যান্ডার ০/৩৭, রাবাদা ৩/৪৮, নরকিয়া ০/৬০, মহারাজ ০/৮৯, মুথুসামি ০/২২, এলগার ০/১১)। প্রথম দিন শেষে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ