Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিযান সঠিক সিদ্ধান্ত নয় বাজে পরিকল্পনা : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি অভিযানকে সঠিক সিদ্ধান্ত নয়, বাজে পরিকল্পনা বলে মনে করে ওয়াশিংটন। বুধবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে মধ্যপ্রাচ্যের সীমাহীন যুদ্ধের বিপক্ষে ওয়াশিংটনের অবস্থান বলেও উল্লেখ করা হয়। সোমবার সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালানোর ঘোষণা দেয় তুরস্ক। সে সময় দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দিতেই তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। তবে এর আগেই যুক্তরাষ্ট্রও তুর্কি অভিযানের সম্ভাব্যতার কথা জানিয়েছিলো। চ‚ড়ান্ত ঘোষণা আসার পর সেনা সরিয়ে নেয় ট্রাম্প প্রশাসন। বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বুধবার সকালে ন্যাটো সদস্য তুরস্ক সিরিয়ায় সামরিক অভিযান চালিয়েছে, কিন্তু আমেরিকা তুরস্কের এ অভিযানকে সমর্থন করে না এবং বিষয়টি তুর্কি সরকারকে পরিষ্কার করে জানানো হয়েছে যে, এই অভিযান একটি বাজে পরিকল্পনা।’ হোয়াইট হাউজের ওই বিবৃতিতে প্রেসিডেন্ট আরও বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করার প্রথম দিন থেকে আমি বলে আসছি যে, এই সীমাহীন ও জ্ঞানহীন বিশেষ করে যেখানে আমেরিকার কোনও স্বার্থ নেই সেই যুদ্ধ আমি করতে চাই না। আমরা আশা করি তুরস্ক তার সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করবে এবং আমরা পরিস্থিতি
খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ
করবো।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ