Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয় ৩০ আফগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে আফগানিস্তানে তালেবানদের কথিত মাদক ল্যাবগুলোতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছে। ওই হামলায় আহত হয় নয় জন। চার মাস তদন্তের পর বুধবার এক প্রতিবেদন প্রকাশ করেছে আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের সহযোগী মিশন (ইউএনএএমএ) ও জাতিসংঘের মানবাধিকার সংস্থা। তবে এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ৫ মে’তে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ ও নিমরোজ প্রদেশের কথিত মাদক উৎপাদনকারী ৬০টি ল্যাবে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনী। চার মাস ধরে এ ঘটনার তদন্ত করে জাতিসংঘ। বুধবার ইউএনএএমএ ও জাতিসংঘের মানবাধিকার সংস্থা এক যৌথ বিবৃতিতে জানায়, ওই বিমান হামলায় হতাহতদের মধ্যে ১৪ শিশু ও পাঁচ নারী রয়েছে। হতাহতরা বেসামরিক ব্যক্তি হওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান। প্রতিবেদনে বলা হয়েছে, ইউএনএএমএ-এর ম‚ল্যায়নে দেখা গেছে মাদক উৎপাদন কেন্দ্রের অভ্যন্তরে কর্মরত ব্যক্তিরা যুদ্ধকালীন কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলো না। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ