মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানিতে এক ইহুদি উপাসনালয়ের (সিনাগগ) হামলার চেষ্টা অনলাইনে একটি ভিডিও গেম প্ল্যাটফর্মে স্ট্রিম করে ওই হামলাকারী। সিনাগগে ঢুকতে ব্যর্থ হলেও দুজনকে হত্যা করতে সমর্থ হয় হামলাকারী। ইতোমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার জার্মানির হল শহরে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হন। গুলি করার পর হামলাকারী গাড়িতে করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এক টুইটবার্তায় স্থানীয় পুলিশ জানায়, প্রাথমিকভাবে আমরা দুজনের মৃত্যুর কথা জানতে পেরেছি। বেশ কয়েকটি গুলি চালিয়ে হামলাকারী গাড়িতে করে পালিয়ে গেছে। এরপর পুলিশ স্থানীয়দের বাড়িতে নিরাপদে থাকার নির্দেশ দেয়। পরে হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। তারা জানায়, হামলার সময় একটি অনলাইন ভিডিও গেম প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং করেছিল হামলাকারী। তার পরনে ছিল সেনাবাহিনীর মতো পোশাক ও সঙ্গে ছিল ভারী অস্ত্র। ভিডিওটি এখন সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সেদিন সিনাগগে ইহুদি উৎসব পালনে গিয়েছিলেন স্থানীয়রা। কিন্তু সেখানে ঢুকতে ব্যর্থ হওয়ায় রাস্তায়ই দুজনকে হত্যা করে হামলাকারী। ডিডবিøউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।