Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

হীরায় মোড়ানো ঘড়ি ছিনতাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

সিগারেট কেনার জন্য প্যারিসের হোটেল থেকে বাইরে বের হয়ে চোরের কবলে পড়ে ৮ লাখ ৪০ ডলার (৭ কোটি ১১ লাখ ২৮ হাজার ২৬০ টাকা) ম‚ল্যের একটি ঘড়ি খুইয়েছেন এক জাপানি। প্যারিসের পুলিশ বলছে, জাপানি ওই ব্যক্তি রাস্তায় বেরিয়ে আসতেই এক চোর তার হাত চেপে ধরে ম‚ল্যবান ওই ঘড়িটি টান দিয়ে ছিনিয়ে দৌড়ে পালিয়ে যায়। ফরাসী বার্তাসংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে ৩০ বছর বয়সী ওই ভ‚ক্তভোগী ব্যক্তি প্যারিসের পাঁচ তারকা হোটেল ন্যাপোলিয়নের বাইরে বের হয়েছিলেন। পরে তিনি এক ব্যক্তির কাছে সিগারেট চান। এ সময় চোর জাপানি ওই নাগরিকের হাত চেপে ধরে রিচার্ড মিলের বিরল ও ম‚ল্যবান ঘড়িটি তার হাত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হীরার তৈরি বিরল এই ঘড়ি ট্যুরবিলন ডায়মন্ড টুইস্টার নামে পরিচিত; যার বাজারম‚ল্য ৭ লাখ ৭০ হাজার ইউরো। উচ্চ ম‚ল্যের এই ঘড়ি অনেকেই এনগেজমেন্টের জন্য কিনে থাকেন। মিলের এই ঘড়ির ভেতরের অংশ অত্যন্ত সৌন্দর্যমন্ডিত কারুকার্য খচিত। ফরাসী রাজধানী প্যারিসে অনেক সময় চোররা ধনী পর্যটকদের টার্গেট করেন। জাপানি ওই ব্যক্তি প্যারিসে চোরের খপ্পড়ে পড়ে উচ্চম‚ল্যের সৌখিন ঘড়িটি
খুইয়েছেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ