Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাস্তা থেকে মঞ্চের গায়িকা এমিলি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

এমিলি জ্যামোরকা গৃহহীন এক নারী। তিনি দিনের পর দিন রাস্তায় কাটিয়েছেন। তিনি কখনও ভাবেননি যে তার জীবনে এমন কোনও দিন আসবে যেদিন তাকে চিনবে সারা বিশ্ব। অথচ তাকে শনিবার লস অ্যাঞ্জেলেস কাউন্সিলমেম্বার জো বুসকাইনো ‘আমেরিকার নতুন সুইটহার্ট’ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে গান গাওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানান। খবর যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের। জ্যামোরকা মঞ্চে উঠে বলেন, আমি গানের প্রস্তুতির জন্য তেমন সময় পাইনি। তাই আমার গাওয়া গানটি আমি আবার গেয়ে শোনাচ্ছি। তার গান শুনে অনুষ্ঠানে উপস্থিত গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাওয়া সঙ্গীত প্রযোজক জোয়েল ডায়মন্ড তাকে একটি রেকর্ডিংয়ের প্রস্তাব দেন। এই মঞ্চে গাওয়ার জন্য তাকে ৭০০ ডলার প্রদান করা হয়। এই বিষয়ে জ্যামোরকা বলেন, এটি তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। কারণ দুই সপ্তাহ আগেও লস অ্যাঞ্জেলেসের রাস্তা ৬০ হাজার মানুষের একজন ছিলেন জ্যামোরকা। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ