Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্য কনজ্যুরিং টু

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

‘ইনসিডিয়াস’ (২০১১) চলচ্চিত্রের জন্য খ্যাত জেমস ওয়ান পরিচালিত হরর ফিল্ম ‘দ্য কনজ্যুরিং টু’। ‘স’ (২০০৪), ‘ডেথ সেনটেন্স’ (২০০৭), ‘ডেড সাইলেন্স’ (২০০৭), ‘ইনসিডিয়াস : চ্যাপটার টু’ (২০১৩) এবং ‘দ্য কনজ্যুরিং’ (২০১৩) এবং ‘ফিউরিয়াস সেভেন’ (২০১৫) ওয়ান পরিচালিত কয়েকটি ফিল্ম।
১৯৭৭ সাল। প্যারানর্মাল তদন্তকারী দম্পতি এড (প্যাট্রিক উইলসন) এবং লোরেইন ওয়ারেন (ভিরা ফারমিগা) বলতে গেলে নিরুপদ্রব অবসর জীবন কাটাচ্ছে। এই সময় এক ধর্মযাজক তাদের একটি শিউরে ওঠার মত কণ্ঠের রেকর্ডিং শোনায়। সেই টেপে এক বৃদ্ধ বলছে তার বয়স ৭২ আর সেই সেই বাড়ির মালিক। ওয়ারেনরা জানায় কোনও বিভ্রান্ত বৃদ্ধ হয়তো কথাগুলো বলেছে। কিন্তু যাজক জানায় এই আওয়াজটি এসেছে এক ১১ বছর বয়সী মেয়ের কণ্ঠ থেকে। বিষয়টি বুঝবার জন্য এড আর লোরেইন উত্তর লন্ডনের এনফিল্ডে এসে উপস্থিত হয়। তারা মেয়েটির মা পেগি হজসনের সঙ্গে দেখা করে। পেগি একা তার চার মেয়েকে নিয়ে একটি বাড়িতে থাকে। তার ছোট মেয়েটিকে নিয়েই সমস্যা। ওয়ারেন দম্পতি নিশ্চিত হয় তার ওপর অশুভ কিছু ভর করেছে। তারা সেই অশুভ আত্মার কাছ থেকে মেয়েটিকে রক্ষা করার চেষ্টা করতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেরাই সেই আত্মার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্য কনজ্যুরিং টু

১৭ জুন, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ