মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘের ২৩ কোটি ডলার অর্থ ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। তিনি বলেন, অক্টোবরের শেষ দিকেই তহবিল শেষ হয়ে যেতে পারে তাদের। জাতিসংঘের ৩৭ হাজার কর্মীকে উদ্দেশ করে লেখা চিঠিতে গুতেরস বলেন, তাদের বেতন দেয়ার ক্ষেত্রে অস্থায়ী বিকল্প পন্থা নিতে হবে জাতিসংঘকে। চিঠিতে বলা হয়, সদস্যরাষ্ট্রগুলোর অর্থায়নে মোট বাজেটের মাত্র ৭০ শতাংশ পূরণ হয়। এতে করে সেপ্টেম্বর পর্যন্ত ঘাটতি রয়েছে ২৩ কোটি ডলারের। অক্টোবরের শেষ দিকে আমাদের অর্থ সরবরাহ থেমেও যেতে পারে। খরচ কমাতে কনফারেন্স ও বৈঠক স্থগিত করার কথা বলেছেন গুতেরেস। একইসঙ্গে কর্মকর্তাদের ভ্রমণের হারও কমিয়ে দেওয়া হবে। শুধুমাত্র অপরিহার্য কার্যক্রমে অংশ নিতেই ভ্রমণ করবেন তারা। এই সমস্যা কাটাতে সদস্য রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান গুতেরেস। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।