মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওপর আরোপিত বিধি নিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেসের দক্ষিণ এশিয়ার মানবাধিকার বিষয়ক একটি কমিটি। তারা জানায়, এখন বিধিনিষেধ তুলে কাশ্মীরিদের অন্য যেকোনও ভারতীয়ের মতো অধিকার নিশ্চিত করা উচিত। গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় একটি বিলও। আর গত ৯ আগস্ট রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় তা। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মীরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ঘটনার আগেরদিন থেকে ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়। গ্রেফতার করা হয়েছে সেখানকার বিপুলসংখ্যক স্বাধীনতাপন্থী ও ভারতপন্থী রাজনৈতিক নেতাকে। কংগ্রেসের বৈদেশিক কার্যক্রম পর্যবেক্ষণ বিষয়ক কমিটি (এইচএফএসি) এক টুইটবার্তায় জানায়, কাশ্মীরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় জনগণের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। এখন ভারতের উচিত এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে অন্য ভারতীয়ের মতো কাশ্মীরিদের সমান অধিকার ও সুবিধা নিশ্চিত করা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।