Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমিদস্যুদের দখলে ৫০ হাজার একর খাসজমি, রাজস্ব বঞ্চিত সরকার

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

টি এম কামাল, কাজিপুর (সিরাজগঞ্জ) থেকে
উত্তরাঞ্চলের ১৬ জেলার প্রায় ৫০০ কোটি টাকা মূল্যের ৫০ হাজার একর খাসজমি ভূমিগ্রাসীদের দখলে। এসব জমি উদ্ধার করে ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেয়া হলে লক্ষাধিক ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা সম্ভব। এছাড়া সরকারেরও বিপুল পরিমাণ রাজস্ব আয় হতে পারে। সূত্রে জানা গেছে, উত্তরের ১৬ জেলায় মোট ৭৫ হাজার ২৪৫ দশমিক ৪১ একর সরকারি খাসজমি রয়েছে। এর মধ্যে বিভিন্ন সময় ৩৫ হাজার একর খাসজমি লিজ দেয়া হয়েছে। বাকি ৪০ হাজার একরেরও বেশি জমি বিভিন্ন সময় অবৈধভাবে দখল হয়েছে। এছাড়া ২ হাজার একর খাসজমি তদারকির অভাবে বেহাত হতে চলেছে। এসব সম্পত্তি উদ্ধারের কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। ফলে সরকার বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে এসব সম্পত্তি ভূমিহীন ও হতদরিদ্রদের মধ্যে বন্দোবস্ত না দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে। এতে করে এ অঞ্চলের লাখ লাখ ভূমিহীন মানুষ তাদের মাথা গোঁজার একমাত্র ঠাঁই হারাচ্ছে। রাজশাহী বিভাগের ভূমি জরিপ ও রেকর্ড অধিদফতর সূত্রে জানা গেছে, ১৬ জেলায় মোট ৭৫ হাজার ২৪৫ দশমিক ৪১ একর সরকারি খাসজমি অধিদফতরের রেকর্ডে রয়েছে। এর মধ্যে বিভিন্ন সময় ৩৫ হাজার একর জমি লিজ দেয়া হয়েছে। বাকি ৪০ হাজার ২৪৫ দশমিক ৪১ একর জমি বিভিন্ন সময় অবৈধভাবে বেহাত অবস্থায় আছে। দেড় হাজার একর ওয়াক্ফ এবং প্রায় এক হাজার দেবোত্তর সম্পত্তি জাল দলিলের মাধ্যমে প্রভাবশালী জোতদার, রাজনৈতিক নেতা ও ভূমি রেকর্ড বিভাগের লোকজন নিজেদের নামে দখল করে নিয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় মোট অর্পিত সম্পত্তি আছে ৩ হাজার ৬৭০ একর। এর মধ্যে লিজ দেয়া হয়েছে ২ হাজার ৩১১ একর। বাকি ৩৫৯ একর সম্পত্তি প্রভাবশালীদের দখলে রয়েছে। প্রায় ২৫ বছর ধরে এসব সম্পত্তি বেদখল থাকলেও সরকারিভাবে উদ্ধারের কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না বরং ভূমি জরিপ ও রেকর্ড বিভাগের একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় জাল দলিল ও ভুয়া রেকর্ডের মাধ্যমে প্রভাবশালী রাজনৈতিক নেতা, জোতদার, শিল্পপতি, হাউজিং এস্টেট ব্যবসায়ী, এনজিও মালিক খোদ ভূমি এবং রাজস্ব দফতরের একশেণীর কর্মকর্তা-কর্মচারী বছরের পর বছর ধরে এসব জমি ভোগদখল করে আসছে। এসব সরকারি খাসজমি থেকে স্বল্পকালীন লিজ নেয়া ভূমিহীন গৃহহীন পরিবারদের উচ্ছদ করে ওইসব জমি নিজেদের দখলে নিয়ে নিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমিদস্যুদের দখলে ৫০ হাজার একর খাসজমি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ