Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবায়নযোগ্য জ্বালানি ও দরিদ্র মানুষের প্রবেশাধিকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা
‘জীবাশ্ম জ্বালানি হবেই শেষ, সূর্যের আলো হবে না নিঃশেষ’ এই সেøাগানকে সামনে রেখে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক)-নেত্রকোনার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে ‘নবায়নযোগ্য জ্বালানি ও দরিদ্র মানুষের প্রবেশাধিকার’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়। নেত্রকোনা আদর্শ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মতিয়র রহমানের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য দেন মদন জুবেদা খানম মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসান। মূল বক্তব্য উপস্থাপন করেন বারসিকের ঢাকা সমন্বয়কারী পাভেল পার্থ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শ্যামলেন্দু পাল, এ কে এম আব্দুল্লাহ, আলপনা বেগম, কামাল হোসাইন, শিক্ষক আবু জাহিদ দুলদুল, বারসিকের অহিদুর রহমান, মোঃ আলমগীর, হ্যাপী রায়, তপদী শর্মা, পরিবেশবান্ধব চুলা বিক্রেতা আবুল হোসেন প্রমুখ। সংলাপে বক্তারা বলেন, দ্রুত জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। জ্বালানি সংকট নিরসনে সবাইকে সচেতন হতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবায়নযোগ্য জ্বালানি ও দরিদ্র মানুষের প্রবেশাধিকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ