Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবিতে আবরারের গায়েবানা জানাযা কফিন মিছিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ২:৪৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিতে ঢাবির রাজু ভাস্কর্য এলাকায় ছাত্র জনতার ঢল নামে।

বুধবার (৮ অক্টোবর) দুপুর সোয়া বারোটায় ঢাবির রাজুভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ গয়েবানা জানাজার আয়োজন করে। এ সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের ইমামতিতে নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজের আগে উপস্থিত ছাত্রজনতার উদ্দেশে আখতার বলেন, আবরারকে যখন মারা হয় তখন তার মুখ বেধে রাখা হয়। আবরার হয়ত বাঁচতে চেয়েছিল, কিন্তু খুনিরা তাকে বাঁচতে দেয়নি। আজকে আবরার নেই। কিন্তু আবরারের আদর্শকে ধারণ করে আমরা তাকে বাঁচিয়ে রাখব। আমরা আমাদের হৃদয়ে আবরারের চেতনাকে ধারণ করব। এ সময় আবরারের খুনিদের বাঁচাতে কোনো ধরণের টালবাহনা করলে ছাত্র সমাজ তার সমুচিত জবাব দেবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান সহ শত শত সাধারণ শিক্ষার্থী। জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তির অসঙ্গতি তুলে ধরে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতাদের হাতে খুন হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ। সোমবার ভোর ৪টার দিকে ফাহাদের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। আবরার ফাহাদ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। তিনি শেরেবাংলা হলেই থাকতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবরার হত্যা

১০ ডিসেম্বর, ২০২১
৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ