Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রুমানাদের অসহায় আত্মসমর্পণ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ১২:৪৩ এএম

দ্বিতীয় ম্যাচেও লড়াই করতে পারল না বাংলাদেশ নারী ‘এ’ দল। ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ বাকি থাকতে ভারত নারী ‘এ’ দলের কাছে সিরিজ হারাল স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতপরশু বাংলাদেশকে ৬৮ রানে হারিয়েছে ভারত। প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছিল অতিথিরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির কারণে ২৪ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩৩ রান করে সফরকারীরা। রান তাড়ায় জয়ের সম্ভাবনাই জাগাতে পারেনি বাংলাদেশ। ৮ উইকেটে ৬৫ রানে থেমে যায় তাদের ইনিংস।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও বল হাতে সুবিধা করতে পারেননি নাহিদা আকতার, খাদিজাতুল কুবরারা। ব্যাটারদের মিলিত অবদানে লড়াইয়ের পুঁজি পায় ভারত। সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার ভাটিয়া। বাংলাদেশের রিতু মনি ও খাদিজা নেন দুটি করে উইকেট। ভাটিয়াকে ফিরিয়ে নিজের একমাত্র উইকেটটি নেন শায়লা শারমিন।
রান তাড়ায় শুরুতেই মুখ থুবড়ে পড়ে স্বাগতিকরা। দশ ওভারে ১২ রান তুলতেই হারায় ৫ উইকেট! ৪৯ বলে ২৫ রানের ইনিংসে হারের ব্যবধান কমান রিতু। ব্যাট হাতে ২২ রানের পর বল হাতে ৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা দেবিকা ভাদিয়া। আজ একই ভেন্যুতে হবে সিরিজের শেষ ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত নারী ‘এ’ দল : ২৪ ওভারে ১৩৩/৬ (ভাটিয়া ৩২, দেবিকা ২২, তেজাল ২৬* মিন্নু ২৪; রিতু ২/৩০, খাদিজা ২/২১, শায়লা ১/২০)। বাংলাদেশ নারী ‘এ’ দল : ২৪ ওভারে ৬৫/৮ (রিতু ২৫, শোভানা ১৩, টুম্পা ১২; কানোয়ার ১/৭, মানালি ১/৫, শিমরন ১/২, তনুশ্রী ১/১৬, দেবিকা ৩/৮)। ফল : ভারত নারী ‘এ’ দল ৬৮ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: দেবিকা ভাদিয়া। সিরিজ : ৩ ম্যাচে ভারত নারী ‘এ’ দল ২-০তে এগিয়ে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ