নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আগের দিন দুই ওপেনারকে বিচ্ছিন্ন করা যায়নি। শেষ দিনে দাপট দেখিয়েছেন তারা। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টেও ব্যাকফুটে থেকে ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল।
হাম্বানটোটায় গতকাল চারদিনের ম্যাচের শেষ দিনে কম আলোর কারণে খেল শেষ হয় আগেভাগেই। আগের দিনের ১২০ রান নিয়ে নেমে এদিন আরও ৬৯ ওভার ব্যাট করে ২ উইকেটে ৩৫৭ রান করে শ্রীলঙ্কা ‘এ’ দল। দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করার সুযোগ ছিল না মুমিনুল হকদের।
প্রথম ইনিংসে বল হাতে লঙ্কানদের কাবু করার পর দ্বিতীয় দিনে ব্যাট হাতেও দাপট ছিল বাংলাদেশের। কিন্তু বাকি দুই দিনে তা আর একেবারে থাকেনি। বিশেষ করে বোলাররা এবার করেছেন একদম হতাশ।
প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া মিরাজ দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভার বল করেও থেকেছেন উইকেটশূন্য। দুই পেসার ইবাদত হোসেন ২১ ওভার আর সালাউদ্দিন শাকিল ২২ ওভার বল করলেও পাননি উইকেটের দেখা। শেষ দিনে প্রতিপক্ষের দুটি উইকেটই ফেলতে পেরেছে বাংলাদেশ। তার একটি নিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, অন্যটি পাওয়া গেছে রানআউটের কল্যাণে। ১৯২ রান করা পানতুম নিসানকাকে রান আউট করেন মিরাজ। আর সংগিত কোরে ৮৯ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন রিশাদের বলে। ম্যাচটি থেকে বাংলাদেশের প্রাপ্তি কেবল প্রথম ইনিংসে মিরাজের সাত উইকেট ও মুমিনুলের সেঞ্চুরি।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ‘এ’ দল ১ম ইনিংস : ২৬৮। বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস : ৩৩০। শ্রীলঙ্কা ‘এ ২য় ইনিংস : ১০৭ ওভারে ৩৫৭/২ (নিসানকা ১৯২, কুরে ৮৯, কামিন্দু ৬৭*, আশান প্রিয়াঞ্জনা ৫*; ইবাদত ২১-২-৬০-০, মিরাজ ৩৭-৫-১১৮-০, শাকিল ২২-৪-৭৯-০, রিশাদ ২৩-২-৭৮-১, মিঠুন ১-০-৮-০, মুমিনুল ৩-০-১২-০)। ফল : ম্যাচ ড্র। সিরিজ : দুই ম্যাচের সিরিজ ০-০ ড্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।