Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়াল কিলার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

মার্কিন নাগরিক স্যামুয়েল লিটলের বয়স এখন ৭৯ বছর। ঠান্ডা মাথায় একে একে অর্ধশতাধিক খুন করেছেন এই মার্কিন সিরিয়াল কিলার। ১৯৭০ থেকে ২০০৫ সালের মধ্যে ৯৩টি হত্যাকান্ড সংঘটনের কথা রোববার স্বীকার করেছেন এ খুনি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) কর্মকর্তারা বলেন, স্যামুয়েল লিটল দেশটির ইতিহাসে সবচেয়ে নৃশংস সিরিয়াল কিলার। নিহতদের বেশিরভাগই নারী বলে এফবিআইয়ের তদন্তে বেরিয়ে এসেছে। তদন্ত কর্মকর্তারা এর মধ্যে ৫০টি হত্যাকান্ডের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০১৪ সালে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হন লিটল। তখন থেকে তিনি জেলেই আছেন।

এফবিআইয়ের অপরাধ বিশ্লেষক ক্রিস্টি প্যালাজলো বলেন, ‘স্যামুয়েল লিটল বহু বছর ধরে বিশ্বাস করতেন, তিনি ধরা পড়বেন না। কারণ তিনি ভেবেছিলেন তার হাতে নিহতদের পক্ষ নিয়ে কেউ জবাবদিহি চাইতে আসবে না। তিনি দীর্ঘদিন ধরে কারাগারে আছেন।

স্যামুয়েল ম্যাকডয়েল নামে পরিচিত সাবেক ওই বক্সারকে ২০১২ সালে কেনটাকির গৃহহীন মানুষের আশ্রয়কেন্দ্র থেকে প্রথমবার গ্রেফতার করা হয়। মাদক মামলায় জড়িত থাকার অভিযোগে তখন ক্যালিফোর্নিয়ায় পাঠানো হয়েছিল তাকে। সেখানে আসার পর ডিএনএ পরীক্ষায় অপর তিনটি হত্যা মামলার সঙ্গে তার যোগসাজশের প্রমাণ পায় পুলিশ।

১৯৮৭ থেকে ১৯৮৯ সালের মধ্যে লসঅ্যাঞ্জেলেসে তিন নারীকে হত্যার দায়ে ২০১৪ সালে তাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। নিহত নারীদের তিনজনকেই পিটিয়ে হত্যা করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ