Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছবি তুলবেন না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতির একমাত্র ছেলে তৈমুর আলি খানের এখন অনেক ভক্ত। তাকে দেখা ও ছবি তোলার জন্য পাপারাজ্জিদের আগ্রহের কোন শেষ নেই। ছোট্ট তৈমুর কখন কোথায় যাচ্ছে, কী খাচ্ছে, কী শিখছে সবকিছুতেই থাকে তাদের নজরে। তৈমুরের প্রতি মুহ‚র্ত ক্যামেরাবন্দি করে রাখেন তারা। তৈমুরের অতিরিক্ত ছবি তোলার কারণে বিরক্ত সাইফ কারিনা দম্পতি। ছেলেকে নিয়ে পাপারাজ্জিদের মাতামাতি মোটেও পছন্দ না তাদের। তবে এখন তাদের দিন শেষ তৈমুর নিজেই বলতে শিখেছে ‘ছবি তুলবেন না।’
যখনই কোন আলোকচিত্রী তার ছবি তুলতে যাচ্ছে তখনই নাকি সে বলছে, ‘ছবি তুলবেন না।’

এ প্রসঙ্গে তৈমুরের বাবা সাইফ আলি খান এক সাক্ষাৎকারে বলেন, ছবি তোলার জন্য অনেক সময় আলোকচিত্রীরা বাড়ির দেয়ালে ঝুলে পড়েন, ধূমপানও করেন। এ নিয়ে প্রতিবেশিরা অভিযোগ করেন। আর বাড়িতে নাকি পুলিশও এসেছিল। ছবি তোলা নিয়ে খুবই বিরক্ত তারা।
তিনি আরও বলেন, ছবি তুলতে মোটেও পছন্দ করে না তৈমুর। কেউ ছবি তুলতে আসলে তাকেই বলে, ‘ছবি তুলবেন না প্লিজ’। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ