মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের একটি পানশালায় চার ব্যক্তিকে হত্যা করে পালিয়ে গেছে এক বন্দুকধারী। পুলিশ জানিয়েছে, অঙ্গরাজ্যটির কানসাস সিটির ১০ম ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি পানশালায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ টুইটারে জানিয়েছে, টেকিলা কেসি নামের বেসরকারি মালিকানাধীন শুধু সদস্যদের জন্য একটি পানশালায় স্থানীয় সময় দেড়টায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। বন্দুকধারীর গুলিতে আরও পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারী একজন হিস্পানিক এবং গুলি বর্ষণের পর পলাতক রয়েছে। গুলিবর্ষণের ঘটনার বিস্তারিত ও বন্দুকধারীর মোটিভ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ মুখপাত্র টমাস টমাসিক জানান, গুলিবর্ষণে একজন নাকি একাধিক বন্দুকধারী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। গুলিবর্ষণে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। টেক্সাসে দুটি পৃথক গুলিবর্ষণের ঘটনায় ৪৪ জন নিহতের কয়েক সপ্তাহের মধ্যে এই হত্যাকান্ড
ঘটলো। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।