Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবারের ৪ সদস্যসহ বিজেপি নেতা হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

ভারতের মহারাষ্ট্রে এক বিজেপি নেতা ও তার পরিবারের চার সদস্যকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুষ্কৃতীরা। রোববার মহারাষ্ট্রের জলগাঁও জেলায় ওই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতেই ছিলেন বিজেপি নেতা রবীন্দ্র খারাত (৫৫)। সে সময় হঠাৎ করেই ছুরি ও বন্দুক নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে তিন দুষ্কৃতী। ওই বিজেপি নেতা এবং তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ওই অজ্ঞাত দুষ্কৃতীরা। এর পরেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিজেপি নেতাসহ পরিবারের সবাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কী কারণে তাদের হত্যা করা হলো তা এখনও পরিষ্কার নয়। এই ঘটনার পর দুষ্কৃতীরা নিজেরাই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। আততায়ীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই বিজেপি নেতা ছাড়াও নিহত হয়েছেন তার ভাই সুনীল (৫৬), দুই ছেলে প্রেমসাগর (২৬) ও রোহিত (২৫)। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ