Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেন দ্বিতীয় হুইসেলব্লেয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের বিষয়ে চলমান অভিশংসন তদন্তে দ্বিতীয় হুইসেলব্লেয়ারের আবির্ভাব ঘটেছে। প্রেসিডেন্টের বিরুদ্ধে আরো দুনির্দিষ্ট অভিযোগ নিয়ে সামনে আসছেন ওই গোয়েন্দা কর্মকর্তা। তবে তিনি ট্রাম্প সম্পর্কে কী বলেছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রথম হুইসেলব্লেয়ারের আইনজীবী মার্ক জায়েদ বলেন, দ্বিতীয় ব্যক্তিও গোয়েন্দা কর্মকর্তা। ইতোমধ্যে এই দ্বিতীয় ব্যক্তি ইন্সপেক্টর জেনারেল মাইকেল অ্যাটকিনসনের কাছে সাক্ষ্যও দিয়েছেন। তিনিও নাম প্রকাশ করতে অনিচ্ছুক বলে জানিয়েছেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেন প্রেসিডেন্টের ফোনালাপে সরাসরি জড়িত ছিলেন। তাই তিনি আরো ভাল তথ্য জানেন। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের অভিশংসনের তদন্ত আরো সহজ করবে বলে জানান আইনজীবী। বিবিসির খবরে বলা হয়, তার কাছে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে সুর্নির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। চলতি সপ্তাহেই সেসব তথ্যপ্রমাণ নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হবেন তিনি। মার্ক জাইদ নামে এক আইনজীবী রোববার এ তথ্য জানিয়েছেন। তবে এখনই তার নাম প্রকাশ করেননি। তিনি বলেছেন, ‘চলতি সপ্তাহ এবিসি নিউজে হাজির হতে পারেন ওই হুইসেলবেøায়ার কর্মকর্তা।’ খবর এএফপির। ২৫ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টেলিফোন আলাপ হয়। এই টেলিফোন আলাপে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে ট্রাম্প চাপ দেন। এই তদন্ত না করলে ইউক্রেনের জন্য সামরিক সাহায্য স্থগিত রাখা হবে বলেও ট্রাম্প হুমকি দিয়েছিলেন মর্মে অভিযোগ উঠেছে। ফোনালাপের বিষয়টি জানার পর এক হুইসেলব্লোয়ার প্রথম তার উদ্বেগের কথা প্রকাশ করেন সংস্থার একজন শীর্ষ আইনজীবীর কাছে। এ তথ্য ফাঁস হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্তের ঘোষণা দেন বিরোধী ডেমোক্র্যাট নেতারা। দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, ওই হুইসেলবেøায়ার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) একজন কর্মকর্তা। সিআইএ’র ওই কর্মকর্তার নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম বলছে, তিনি একসময় হোয়াইট হাউসে কাজ করেছেন। বিবিসি, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ