মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শত্রুতা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনায় না বসার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। সুইডেনের রাজধানী স্টকহোমে দুই দেশের মধ্যকার বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা ভেস্তে যাওয়ার একদিনের মাথায় এ ঘোষণা দিলো পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, আমেরিকা বিদ্বেষী আচরণ ত্যাগ করার কার্যকর পদক্ষেপ না নিলে এ ধরনের ‘ঘৃণা উদ্রেককারী’ আলোচনা চালিয়ে যাওয়ার কোনও ইচ্ছা পিয়ংইয়ং-এর নেই। ওয়াশিংটনকে বিদ্বেষী আচরণ পরিহারের জন্য এ বছরের শেষ পর্যন্ত সময় বেধে দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দ্বিপাক্ষিক আলোচনার ভাগ্য এখন ওয়াশিংটনের হাতে রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত তাদের সময় দেয়া হলো। শনিবার স্টকহোম আলোচনা ভেঙে যায়নি এবং দুই সপ্তাহ পর ফের উভয় দেশের কর্মকর্তারা আলোচনায় বসবেন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যে ঘোষণা দিয়েছে তা-ও প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। সুইডেনে শনিবার পরমাণু আলোচনা কেন্দ্র করে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। পিয়ংইয়ং বলেছে, আলোচনা ভেঙে গেছে। কিন্তু ওয়াশিংটন বলেছে, ‘ভালো আলোচনা’ হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নারী মুখপাত্র মরগান ওর্তেগাস বলেছেন, দুই সপ্তাহ সময়ের মধ্যে আলোচনা পুনরায় শুরু করতে সুইডেনে বৈঠকে বসার ব্যাপারে সম্মত হয় যুক্তরাষ্ট্র। আর উত্তর কোরিয়া বলছে, আমেরিকা সম্প‚র্ণ ভিত্তিহীন গল্প প্রচার করছে। তাদের বিদ্বেষী আচরণের কারণে দুই দেশের সম্পর্কে যে ঘৃণা তৈরি হয়েছে তা দুই সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব নয়। দুই দেশের পরমাণু আলোচনা বাতিলের পর ওয়াশিংটনকে দৃষ্টিভঙ্গি বদলানোর পরামর্শ দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ আলোচক কিম মিয়ং গিল। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।