মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের দুই মাস পর রবিবার দলের কর্মীদের সঙ্গে দেখা করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদ্দুল্লাহ। তার স্ত্রীর সঙ্গেও তার এদিন দেখা হয়। ফারুক ও ওমর আবদুল্লাহ গত ২ মাস ধরে ‘গৃহবন্দি’ রয়েছেন। শুধু তারাই নন, এখনও পর্যন্ত কাশ্মীর উপত্যাকার প্রায় সব রাজনীতিকই গৃহবন্দি বা আটক রয়েছেন। সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার সঙ্গে সাক্ষাতের পর আকবর লোন এবং হুসেন মাসুদি জানান, তার স্বাস্থ্যের খবর নিতেই যাওয়া হয় সেখানে। রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি। উল্লেখ্য, ন্যাশনাল কনফারেন্স স্পষ্ট জানিয়ে দেয়, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করছেন না। তাঁদের প্রায় সব নেতাই রয়েছেন জেলে। স¤প্রতি জম্মুর রাজনৈতিক নেতাদের মুক্ত দিয়েছে কেন্দ্র। সেখানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে, রাজ্যপালের উপদেষ্টা ফারুক খান জানান, কাশ্মীরের ক্ষেত্রে দফায় দফায় রাজনীতিকদের মুক্তি দেওয়া হবে। উল্লেখ্য, গত ৫ অগাস্ট কাশ্মীর থেকে সাংবিধানিক বিশেষাধিকার প্রত্যাহার করার পর থেকে গৃহবন্দি রয়েছেন তারা। শুক্রবার কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রশাসনের তরফে জানানো হয়, গৃহবন্দি রাজনৈতিক নেতাদের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে ভাবনাচিন্তা করছেন তারা। গত ২ মাস ধরে পৃথক জায়গায় গৃহবন্দি রয়েছেন ওমর ও ফারুখ আবদুল্লাহ। শ্রীনগরে নিজের বাড়িতে গৃহবন্দি রয়েছেন ফারুখ আবদুল্লাহ। ওদিকে সরকারি অতিথিনিবাস ‹হরি নিবাস›-এ গৃহবন্দি রয়েছেন ওমর আবদুল্লাহ। এর আগে প্রায় দুই মাস পর দলীয় প্রতিনিধিদের সঙ্গে সাবেক মুখ্যমন্ত্রীদের দেখা করার অনুমতি দিয়েছে ভারত অধিকৃত কাশ্মীরের কর্তৃপক্ষ। ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল। মোদি সরকার কাশ্মীরের সায়ত্ত¡শাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেওয়ার পর উপত্যকাজুড়ে চালানো হয় ব্যাপক ধরপাকড়। আটক করা হয় শিশুসহ হাজার হাজার মানুষকে। সে সময় অন্যদের সঙ্গে ভারতপন্থী হিসেবে পরিচিত কাশ্মীরের সাবেক এ দুই মুখ্যমন্ত্রীকেও গৃহবন্দি করা হয়। রবিবার সকালে ন্যাশনাল কনফারেন্স নেতা দেবেন্দ্র সিং রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যাবে ফারুক আবদুল্লাহ ও ওমর আবদুল্লাহ’র সঙ্গে দেখা করতে। দেবেন্দ্র রানা গৃহবন্দি ছিলেন। দুই দিন আগে তাকেসহ জম্মুর কয়েকজন নেতাকে মুক্তি দেওয়া হয়। রয়টার্স, দ্য ওয়াল, দ্য হিন্দু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।