Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

বিহারে জয় শ্রীরাম স্লোগান দিয়ে নির্মম গণপিটুনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের বিহার রাজ্যের স্থানীয় এক কাউন্সিলরের ছেলেকে নির্মমভাবে পিটিয়েছে সেখানকার উত্তেজিত একদল উগ্রপন্থী হিন্দু। কাউন্সিলরের ওই ছেলেকে মাটিতে ফেলে কিল, ঘুষি, লাথির পাশাপাশি বুকের ওপর উঠে লাফিয়ে পড়তেও দেখা যায়। শনিবার দেশটির ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে এই গণপিটুনির খবর দিলেও যুবকের পরিচয় প্রকাশ করেনি। বিহারের কাইমুর জেলার ভাবুয়ার ওয়ার্ড কাউন্সিলরের ছেলে এক ব্যক্তিকে গুলি করেছেন বলে অভিযোগ উঠে। পরে গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনার পর ওয়ার্ড কাউন্সিলরের অভিযুক্ত ছেলেকে স্থানীয় একদল উত্তেজিত জনতা প্রচন্ড মারধর করে। তারা জয় শ্রী রাম স্লোগান দিয়ে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে কাউন্সিলরের এই ছেলেকে গণপিটুনি দেয়। ভাবুয়ার শিবাজি চক এলাকায় নির্মম এই গণপিটুনির ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, উত্তেজিতরা জয় শ্রী রাম স্লোগান দিয়ে কাউন্সিলরের ছেলেকে নির্মমভাবে গণপিটুনি দিচ্ছেন। এ সময় চারদিক থেকে ওই যুবকের ওপর একের পর এক কিল, ঘুষি, লাথি পড়তে থাকে। নির্মম গণপিটুনিতে ওই যুবক জ্ঞান হারিয়ে ফেললেও তার বুকের ওপর লাফিয়ে পড়তে দেখা যায়। এক ব্যক্তি শ‚ন্যে লাফিয়ে উঠে মাটিতে পড়ে থাকা ওই যুবকের বুকের ওপর আছড়ে পড়েন। এক পথচারী নির্মম এই গণপিটুনির দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। কাউন্সিলরের ছেলের গুলিতে আহত ব্যক্তিকে কাউমুর সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। কাইমুরের পুলিশ সুপার বলেছেন, অভ্যন্তরীণ কোন্দলের জেরে ওই ব্যক্তিকে গুলি করেছিলেন কাউন্সিলরের অভিযুক্ত ছেলে। এই ব্যক্তি হাসপাতালে মারা গেছেন; এমন খবর পাওয়ার পর উত্তেজিত জনতা হাসপাতাল চত্বরে জড়ো হয়ে কাউন্সিলরের ছেলেকে হত্যা করতে পুলিশের কাছে দাবি জানায়। কাউন্সিলরের ছেলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে উত্তেজিত জনতা হাসপাতালের জরুরি বিভাগের দরজা ভেঙে সেখানে ক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে; এতে দু’জন আহত হন। ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ