মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শত্রুর যে কোনও হুমকির কঠোর জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। তেহরানের সব শত্রুদের যাবতীয় গতিবিধি ইরানের নজরদারির আওতায় রয়েছে বলেও দাবি করেছেন তিনি। শনিবার তেহরানে এক ভাষণে এমন দাবি করেন ইরানের সেনাবাহিনীর স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদরেজা পুরদাস্তান।
তিনি বলেন, ইরানের চারপাশের সীমান্তবর্তী বিশাল অঞ্চলজুড়ে ‘সব শত্রুর যাবতীয় গতিবিধি’ গভীর নজরদারিতে রাখা হয়েছে। এজন্য বিভিন্ন ধরনের কারিগরি প্রযুক্তি ও কৌশল অবলনম্বন করা হচ্ছে। জেনারেল পুরদাস্তান বলেন, ইরানের উচ্চ পর্যায়ের সামরিক সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বহুবার হুমকি দেওয়া সত্তে¡ও তেহরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সাহস করেনি। তিনি বলেন, গত জুন মাসে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন গুলি করে ভ‚পাতিত করার ঘটনা ছিল ঐুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক শক্তিশালী সতর্কবার্তা। আমেরিকা ওই সময়ে ইরানের বিরুদ্ধে ‘সীমিত পর্যায়ের’ সংঘাত শুরু করতে চাইলেও মার্কিন ড্রোন ভ‚পাতিত করার পর তারা তেহরানের সামরিক শক্তি সম্পর্কে ধারণা পেয়ে যায়। গত ২০ জুন ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি অত্যাধুনিক মার্কিন গোয়েন্দা ড্রোন ভ‚পাতিত করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ওই ঘটনার জের ধরে তেহরানে সীমিত পর্যায়ের হামলা চালানোর নির্দেশ দিয়েও শেষ মুহ‚র্তে তা প্রত্যাহার করে নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দাবি, কারও বিরুদ্ধে হামলা করার কোনও ইচ্ছা তেহরানের নেই। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।