Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়াঙ্কাকে হারের তেতো স্বাদ দিলেন ওসাকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ছুটছিলেন অপ্রতিরোধ্য গতিতে। ইউএস ওপেনের ফাইনালে ফেবারিট সেরেনা উইলিয়ামসকে হারিয়ে জাগিয়েছিলেন চমকও।টানা ১৭ ম্যাচে অপরাজিত থাকার পর অবশেষে বিয়াঙ্কা আন্দ্রেস্কুকে হারের তেতো স্বাদ দিলেন নওমি ওসাকা। চায়না ওপেনের কোয়ার্টার-ফাইনালে এই কানাডিয়ান সুন্দরীর জয়রথ থামালেন জাপানি টেনিস সেনসেশন। ১৯ বছর বয়সী বিয়াঙ্কাকে হারিয়ে চায়না ওপেনের শেষ চারে উঠে গেছেন ওসাকা। গত পরশু বেইজিংয়ে কোয়ার্টার-ফাইনালে ৫-৭, ৬-৩, ৬-৪ গেমে বিয়াঙ্কাকে হারান এই জাপানিজ।
টেনিস বিশ্বে ওসাকার প্রথম গ্র্যান্ড ¯ø্যাম জয়ের গল্পটাও চমক জাগানিয়া। ২০১৮ সালের ইউএস ওপেনে সেরেনাকে হারিয়েই শিরোপাটি জিতেছিলেন তিনি। পরে এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনও জিতে নেন ২১ বছর বয়সী এই তারকা। আসরের শেষ চারে ওসাকা লড়বেন প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকির বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ