মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় শুক্রবার সাপ্তাহিক বিক্ষোভের সময় ইসরাইলি সেনাদের গুলিতে ২৮ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫৪ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। টানা এক যুগের ইসরাইলি অবরোধে পৃথিবীর বৃহত্তম উন্ম‚ক্ত কারাগারে রূপান্তরিত হয়েছে গাজা উপত্যকা। অবরোধ প্রত্যাহারের দাবিতে গত বছর থেকে সীমান্তে প্রতি শুক্রবার সাপ্তাহিক বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। তখন থেকে এ পর্যন্ত সেখানকার বেসামরিক অঞ্চলে ইসরাইলি সেনাদের গুলিতে ৩১৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে কয়েক হাজার। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কেদরা বলেন, ‘গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া এলাকায় আলা নিজার হামদান নামে এক যুবকের বুকে গুলি করে ইসরাইলি সেনারা। এছাড়া আহত আরও ২২ জন গুলিবিদ্ধ হয়েছে।’ ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, শুক্রবারের ( ৪ অক্টোবর) নিহত ফিলিস্তিনির বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী। তবে তারা জানিয়েছে, প্রায় ৫৮০০ ফিলিস্তিনি সীমান্ত বেড়ার কাছে বিভিন্ন স্থানে জড়ো হয়ে সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক দ্রব্য ও পাথর নিক্ষেপ করে। এতে কোনও সেনা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।