মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের গুজরাট রাজ্যের সাবেক রাজধানী আমেদাবাদ। এ শহরের আমরাইওয়ারি অঞ্চলে ৩০ বছর বয়সী এক নারী ঝাঁপ দিলেন বহুতলের ১৩ তলা থেকে। কিন্তু তিনি পথচারী এক বৃদ্ধের ওপর পড়ে যান। এতে তার ও ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন ৬০ বছর বয়সী ওই বৃদ্ধ। এমনই দুর্ভাগ্য তার, ঠিক ওইসময় তিনি ওই বহুতলের নিচ দিয়ে যাচ্ছিলেন। সে সময়ই ঝাঁপ দিয়েছিলেন ওই নারী। সোজা গিয়ে পড়েন ওই বৃদ্ধের ঘাড়ে। ঘটনায় মৃত্যু হয় দু’জনেরই। নিহত ওই নারীর নাম মমতা রথি। ওই বহুতলেরই থাকতেন তিনি। নিহত বৃদ্ধের নাম বালুভাই গামিত, সাবেক স্কুল শিক্ষক। তিনিও ওই এলাকায় থাকতেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বেশ কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন ওই নারী। যদিও কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তার ঘর থেকে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।