Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের ব্যাপারে তদন্ত চালানোর জন্য চীন সরকারের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন বেইজিং তা প্রত্যাখ্যান করেছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার ওই আহŸান প্রত্যাখ্যান করে বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। মার্কিন জনগণ নিজেরাই তাদের সমস্যা সমাধান করতে সক্ষম বলে তিনি আশা প্রকাশ করেন। ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জো বাইডেন ও তার ছেলের অর্থনৈতিক তৎপরতার ব্যাপারে তদন্ত চালাতে চীন সরকারের প্রতি আহ্বান জানান। গোপন ফোনালাপে বিদেশি সরকারকে রাজনৈতিক প্রতিদ্ব›দ্বী জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের জন্য চাপ দিয়ে পার্লামেন্টারি শুনানির মুখে পড়া ডোনাল্ড ট্রাম্প ইমপিচমেন্টের ঝুঁকির তোয়াক্কা না করেই চীন সরকারের প্রতি একই আহ্বান জানান। স¤প্রতি
এক অজ্ঞাত মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ট্রাম্পের ফোনালাপের তথ্য ফাঁস করেন। গত ২৫ জুলাইয়ের ওই ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক সুবিধা
চেয়েছিলেন বলে তিনি অভিযোগ করেন। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ