মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তরপ্রদেশে ই-সিগারেট বিক্রি করা হলে এক বছরের কারাদন্ড। সেই সাথে করা হতে পারে লাখ টাকা জরিমানা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এমন ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে উত্তরপ্রদেশের ডিজিপি ওপি সিং বিভিন্ন জেলার পুলিশ আধিকারিকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে তাতে লেখা রয়েছে, ই-সিগারেট নিয়ে সরকারের নিষেধাজ্ঞা পালন করতে হবে। না হলে কড়া পদক্ষেপের নেয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তরপ্রদেশের প্রশাসন। পুলিশের তরফে জানানো হয়েছে, কারও কাছে ই-সিগারেট মজুদ থাকলে তা যেন নিকটবর্তী থানায় গিয়ে জমা দিয়ে আসেন। এর আগে, গত বছরে আগস্টে ই-সিগারেট বিক্রিতে নিষেধাজ্ঞা জারির পরামর্শ দিয়েছিল ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই পরামর্শ মেনে ই-সিগারেট নিষিদ্ধ ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।