Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত স্বৈরতন্ত্রের দিকে এগোচ্ছে : রাহুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

প্রত্যেকেই জানেন ভারতে কী ঘটছে। এটা কারও কাছে গোপন নয়, গোটা দেশ এটা জানে। পুরো দুনিয়া জানে, আমরা স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে চলেছি, এটা খুব স্পষ্ট। ৪ অক্টোবর শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে এমন মন্তব্য করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক প্রধান রাহুল গান্ধী। ভারতজুড়ে গণপিটুনির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি লেখা দেশটির ৫০ জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা দায়েরের পর এমন মন্তব্য করেন রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বললে, সরকারের বিরুদ্ধে সোচ্চার হলে, তাকে কারাগারে পাঠানো হচ্ছে। সংবাদমাধ্যমগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতে কী চলছে তা সবাই জানে। এই জিনিস কারও কাছে গোপন নেই। রাহুল গান্ধী বলেন, ‘একদিকে ধারণা জন্মেছে যে, এক ব্যক্তিই দেশ শাসন করবেন। দেশে একটি মাত্র আদর্শই থাকবে। বাকিদের মুখে কুলুপ এঁটে থাকতে হবে। আর অন্যদিকে বহু ভাষা, বহু সংস্কৃতি এবং বাক স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে কংগ্রেস-সহ বিরোধীরা। দেশে এখন এই যুদ্ধই চলছে।’ নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করে রাহুল বলেন, তারা কেন ভারতের অর্থনীতি ধ্বংস করেছেন সেজন্য প্রধানমন্ত্রীকে উত্তর দেয়া উচিত। ভারতের সবচেয়ে বড় শক্তি ছিল এর অর্থনীতি। পার্স টুডে, এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ