Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের নির্বাচনী শিবিরে ইরানি হ্যাকারদের সাইবার হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ইরান সরকারের সঙ্গে যোগসাজশ আছে সন্দেহভাজন এমন একটি হ্যাকার গোষ্ঠী ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চাওয়া এক প্রার্থীর প্রচারণা শিবির লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েও ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। শুক্রবার তাদের ওই বিবৃতির পরপরই বেশ কয়েকটি সূত্র ট্রাম্পের পুননির্বাচনী প্রচার শিবিরের কর্মকর্তাদের অ্যাকাউন্ট লক্ষ্য করেই ইরানি হ্যাকাররা ওই হামলাটি চালিয়েছিল বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানায়। মাইক্রোসফট অবশ্য তাদের বিবৃতিতে কোনো প্রার্থীর নাম বলেনি। ‘ফসফরাস’ নামের ওই হ্যাকার গ্রুপ চলতি বছরের অগাস্ট ও সেপ্টেম্বরের মধ্যবর্তী ৩০ দিনে দুই হাজার ৭০০রও বেশি অ্যাকাউন্টের পরিচয় জানতে চেষ্টা করে; পরে তারা সুনির্দিষ্ট ২৪১টি অ্যাকাউন্ট লক্ষ্য করে হামলা চালায়, বলছে এ টেক জায়ান্ট কোম্পানি। “যেসব অ্যাকাউন্ট লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে তার মধ্যে মার্কিন এক প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারণা শিবির সংশ্লিষ্ট কর্মকর্তা, সাবেক-বর্তমান মার্কিন কর্মকর্তা, বৈশ্বিক রাজনীতি নিয়ে কাজ করা সাংবাদিক এবং ইরানের বাইরে বাস করা খ্যাতনামা ইরানিদের অ্যাকাউন্ট রয়েছে,” বিবৃতিতে বলেছে তারা। মাইক্রোসফটের এ দাবি প্রসঙ্গে ইরান সরকারের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ট্রাম্পের প্রচারণা শিবিরের এক কর্মকর্তা বলেছেন, হ্যাকাররা যে তাদের লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছিল, তার কোনো লক্ষণ তারা দেখেননি। হ্যাকারদের হামলায় মোট ৪টি অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যে অ্যাকাউন্টগুলোর সঙ্গে মার্কিন প্রশাসনের সাবেক-বর্তমান কোনো কর্মকর্তা কিংবা ওই প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারণা শিবিরের যোগসাজশ নেই, বলেছে মাইক্রোসফট। মাইক্রোসফট, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ