Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে নিখোঁজের তিন মাস পর সৌদি প্রবাসী জীবিত উদ্ধার

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ৮:৫৪ পিএম

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কৈয়ামধু গ্রামের ছেলে তিন মাস নিখোঁজের পর সৌদি প্রবাসী মো. আক্কাস আলী (২৮) কে ঢাকার গুলশান-২ থেকে উদ্ধার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ (দক্ষিণ)। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)।এসময় তিনি সাংবাদিকদের জানান, গত ২৫জুন টাঙ্গাইলের সখিপুর উপজেলার কৈয়ামধু গ্রামের মো. জাবেদ আলীর ছেলে সৌদি প্রবাসী মো. আক্কাস আলী তার নিজ বাড়িতে আসেন। ২৬ জুন সৌদি থেকে নিয়ে আশা বন্ধুর মালামাল দেয়ার জন্য সখিপুর থেকে টাঙ্গাইল সদর তারটিয়া ভাতকুড়া গ্রামে তার বন্ধুর বাড়িতে যান তিনি। এরপরই নিখোঁজ হন তিনি। পরে ২৭জুন এ ব্যাপারে অপহৃতের বাবা টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন। যার নং ১৩৪০। প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানান, গত ২৮জুন সৌদি প্রবাসির বিবাহ অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছিল। তবে নিখোঁজ আক্কাসের কোন সন্ধান না পেয়ে আক্কাসের বাবা বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় গত ৯জুলাই ৩৬৫/৩৪ ধারায় পেনাল কোড এ মামলা (মামলা নং ১৩) দায়ের করেন । ভিকটিমের নিখোঁজের বিষয়টি একটি চাঞ্চল্যকর ঘটনা হওয়ায় মামলাটি ঢাকা রেঞ্জ মনিটরিং সেলের আওতাভূক্ত হলে ঢাকা রেঞ্জ এর ডিআইজি মামলাটির তদন্তভার ডিবির একজন দক্ষ কর্মকর্তার উপর তদন্তের দায়িত্ব দেয়ার জন্য টাঙ্গাইলের পুলিশ সুপারকে নির্দেশ দেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার এর মাধ্যমে ও অভিযান পরিচালনা করে অপহৃত আক্কাস আলীকে জীবিত অবস্থায় ঢাকা গুলশান-২ থেকে উদ্ধার করা হয়। বর্তমানে অপহৃত আক্কাস আলীকে ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান টাঙ্গাইলের এসপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ