বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির পড়ুয়া এক ছাত্রী। এ ঘটনায় কনের বাবাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সাহেদল ইউনিয়নের সাহেদল-নয়াপাড়া গ্রামে কনের বাড়িতে এ ঘটনা ঘটে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, বিকেলে উপজেলার সাহেদল ইউনিয়নের সাহেদল-নয়াপাড়া গ্রামের স্বপন মিয়ার বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। এ খবর উপজেলা প্রশাসনকে জানায় স্থানীয়রা। পরে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করা দেওয়া হয়। এসময় কনের বাবাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।