Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লড়াইটুকুও করা হলোনা রুমানাদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ছিলেন জাতীয় দলের অনেক নিয়মিত মুখ। তারপরও লড়াই করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল। সিরিজ শুরুর ম্যাচে সহজেই স্বাগতিকদের হারিয়েছে ভারত মহিলা ‘এ’ দল। প্রথম এক দিনের ম্যাচে ৮ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ভারত। ১০৫ রানের ছোট লক্ষ্য ছুঁয়ে ফেলেছে ৭৩ বল বাকি থাকতে।

গতকাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটাররা কেউ পারেননি দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিতে। গড়ে তুলতে পারেননি তেমন কোনো জুটি। সর্বোচ্চ ১৭ রান করে আসে নিগার সুলতানা ও ফাহিমা খাতুনের ব্যাট থেকে। তারা ছাড়া দুই অঙ্কে গেছেন কেবল মুর্শিদা খাতুন ও ফারজানা হক। দুই জনই করেন ১০ করে। ভারতের সুশ্রী দিব্যদর্শিনী ও টিপি কানওয়ার নেন তিনটি করে উইকেট। তনুশ্রী সরকার নেন দুটি।

ছোট পুঁজি নিয়ে লড়াই করতে পারেনি স্বাগতিকরা। নবম ওভারে এস মেঘানাকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রুমানা। দুই অঙ্কে যাওয়ার আগেই দেবিকা বিদ্যাকে থামান শায়লা শারমিন। তৃতীয় উইকেটে তনুশ্রীর সঙ্গে পঞ্চাশ ছোঁয়া জুটিতে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন নুজহাত পারভীন। এই ওপেনার ৬ চারে অপরাজিত থাকেন ৫১ রানে। দুই চারে ২৯ রান করেন তনুশ্রী। আগামীকাল একই ভেন্যুতে সিরিজ বাঁচানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ মহিলা ‘এ’ দল : ৪৫.৩ ওভারে ১০৪ (মুর্শিদা ১০, শারমিন ৬, ফারজানা ১০, নিগার ১৭, রুমানা ৯, শায়লা ৮, রিতু ৮, ফাহিমা ১৭, নাহিদা ৩, কুবরা ৬*, পুজা ১; সুশ্রী ৩/১৩, কানওয়ার ৩/২২, তনুশ্রী ২/১১, দেবিকা ১/১৯, শিমরন ১/২০)। ভারত মহিলা ‘এ’ দল : ৩৭.৫ ওভারে ১০৫/২ (মেঘানা ১২, পারভীন ৫১*, দেবিকা ৮, তনুশ্রী ২৯*; রুমানা ১/২৬, কুবরা ০/১৯, ফাহিমা ০/১৮, শায়লা ১/১১)। ফল : ভারত মহিলা ‘এ’ দল ৮ উইকেটে জয়ী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ