Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় পরিসরে বিক্ষোভ ঠেকাতে আসছে মুখোশ নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

হংকং মুখোশ পরে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে। ভবিষ্যতে বড় পরিসরে চীনবিরোধী আন্দোলন প্রতিরোধে এ আইন চালু করার পরিকল্পনা করছে বেইজিং নিয়ন্ত্রিত বিশেষ এ অঞ্চলটি। বৃহস্পতিবার সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এ খবর দিয়েছে এএফপি। এ নিষেধাজ্ঞা ঘোষণা করতে পারেন হংকংয়ের নির্বাহী প্রধান ক্যারি লাম। এদিকে বিক্ষোভে পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে এক সাংবাদিকের ডান চোখ নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার ভেবি মেগা ইন্দাহ নামে ওই সাংবাদিক বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। গত জুনে অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে শুরু হয় বিক্ষোভ। চার মাসের বেশি সময় ধরে চলমান এ বিক্ষোভ থামার কোনো চিহ্ন নেই। দিন দিন তা আরও সহিংস রূপ নিচ্ছে। ১ অক্টোবর চীনের জাতীয় দিবসকে ‘শোক দিবস’ হিসেবে পালন করছে হংকংয়ের বাসিন্দারা। এদিন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। পুলিশ তাজা বুলেট ছোড়ে ১৮ বছর বয়সী এক বিক্ষোভকারীর বুকে। নিজেদের পরিচয় লুকানোর উদ্দেশ্যে এবং পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস থেকে বাঁচতে গ্যাস প্রতিরোধী চশমা, হেলমেট ও মুখোশ পরেন গণতন্ত্রকামী আন্দোলনকারীরা। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ভবিষ্যতে যাতে বিক্ষোভকারীরা আর বড় পরিসরে রাজপথে নামতে না পারে সেজন্য বিক্ষোভে মুখোশ পরার ওপর নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা করছেন কর্মকর্তারা। হংকংয়ের আইনসভায় পাস হওয়া ঔপনিবেশিক শাসনামলের জরুরি আইনের আওতায় মুখোশ পরার ওপর নিষেধাজ্ঞারোপ করা হবে। হংকংয়ের চীনপন্থী এমপি এলিজাবেথ কুয়াট বলেন, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিষয়ে কথা বলছি না। আমরা বলছি এমন কিছু মানুষের যারা অবৈধভাবে সংঘাতে জড়িয়ে পড়ছে। এএফপি, সাউথ চায়না মর্নিং পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ