Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা এক থাকতে পারব তো : মমতা

এত খারাপ সময় স্বাধীনতার ৭২ বছরে কখনও আসেনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৬ -এ নিজের কলমে মনের কথা তুলে ধরেছেন ভারতের তৃণম‚ল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সা¤প্রতিক অবস্থা নিয়েই তিনি এ কলাম লিখেছেন। ‘কিছু কথা কিছু ব্যথা’ শীর্ষক কলমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এবার লিখতে বসে মনটা ভারাক্রান্ত। দেশের কী হবে। আমরা সবাই এক থাকতে পারব তো? এমন একটি সরকার দিল্লির ক্ষমতায় এসেছে যারা গণতন্ত্র মানে না। সংবিধান মানে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না। মানুষের মৌলিক অধিকারের কোনও ম‚ল্য এরা দেয় না। দেশকে একদলীয় ব্যবস্থার পথে ঠেলে দিয়ে সুপার এমারজেন্সি কায়েম করা হয়েছে। শুধু বিজেপি থাকবে। আর সবাই জেলে যাবে। যে প্রতিবাদ করবে তার পেছনে এজেন্সি লাগিয়ে দেয়া হচ্ছে। দেশের এত খারাপ সময় স্বাধীনতার এই ৭২ বছরে কখনও আসেনি। তিনি আরও লিখেছেন, এরা যদি রাজনীতি করত কিছু বলার ছিল না। এদের কাজ শুধু ভাগাভাগি। কোথাও ধর্মের ভিত্তিতে, কোথাও জাতির ভিত্তিতে। যেখানে যেমন সুট করে আর কী। ভুলভাল পদক্ষেপ করে দেশের অর্থনীতিকে দুমড়ে দেয়া হয়েছে। ভবিষ্যৎ অন্ধকার। যুবকদের হাহাকার। কোথাও চাকরি নেই। উল্টে চলছে ছাঁটাই। একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা হয় বিক্রি করে দেয়া হচ্ছে, নতুবা বন্ধ করা হচ্ছে। অর্থনীতির এতটাই খারাপ অবস্থা যে হাত পড়েছে রিজার্ভ ব্যাংকের তহবিলে। আগামী দিনে ব্যাংকে গচ্ছিত টাকা মানুষ পাবে কি না আমার সন্দেহ আছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ