Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্যাংক কিলার কিনছে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ভারত সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে তাদের উত্তেজনা বেড়েই চলেছে। দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষও হয়েছে। চলতি বছরের শুরুর দিকে ভারতে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের হামলার পর থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধময় পরিস্থিতি বিরাজ করছে। উভয় দেশের রাষ্ট্রপ্রধান জনসম্মুখে যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন। এর মধ্যে পাকিস্তানের দিক থেকে শত্রুদের ট্যাংক মোকাবিলায় ইসরাইল থেকে নতুন অস্ত্র কিনছে ভারত। ইতোমধ্যে সীমিত সংখ্যক ইসরায়েলি ‘স্পাইক অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল’ ( এটিজিএম) হাতে পেয়েছে ভারতের সেনাবাহিনী। যতদিন না ভারত নিজ সক্ষমতায় মানবচালিত ট্যাংক বিরোধী অস্ত্র তৈরি করতে পারবে ততদিন পর্যন্ত ইসরাইলি অস্ত্রই ব্যবহার করবে ভারতীয় সেনাবাহিনী। স‚ত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, ইসরাইলী ট্যাংক কিলারের প্রথম দফা ইতোমধ্যে ভারতে এসে পৌঁছেছে। দ্য টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ