মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যে জমিতে শস্য ফলিয়ে নিজের পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতেন, সেই জমিতেই ছয় ফুট কবর খুঁড়ে নিজের অর্ধাঙ্গ পুঁতে রাখলেন এক কৃষক। নিজের পাঁচ একর জমির দলিলপত্র দিতে সরকারি ভ‚মি অফিস অস্বীকার করায় আশাহত হয়ে এমন অভিনব প্রতিবাদ করেছেন তিনি। ভারতের তেলেঙ্গানা রাজ্যে নিজেকে পুঁতে এমন প্রতিবাদ জানিয়েছেন ওই কৃষক। অভিনব প্রতিবাদী এই কৃষকের নাম মেকা সুধাকর রেড্ডি। তিনি তেলেঙ্গানা প্রদেশের মাহবুবাবাদ জেলার বাসিন্দা। তিনি আশাহত হয়েছেন সরকারি রাজস্ব কর্মকর্তারা পাত্তাদার পাসবুক দিতে অস্বীকৃতি জানানোর কারণে। পাত্তাদার পাসবুক সেখানকার কৃষকের জমির মালিকানাপত্র হিসেবে স্বীকৃত। সরকারি কর্মকর্তাদের একটি বার্তা দেয়ার মরিয়া চেষ্টা হিসেবে তিনি নিজেকে পুঁতে ফেলার এই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন। রেড্ডি বলেছেন, রামান্নাগুদেম জেলায় তাদের চার ভাইয়ের নামে ১৫ একর জুমি রয়েছে। রাজস্ব কর্মকর্তারা তাকে জানান যে একজন রাজনৈতিক নেতার বাধার কারণে জমির পাসবুক তারা হস্তান্তর করতে পারছেন না। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।