Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে ৩৪ প্রাণহানি, দাবি মানলেন প্রধানমন্ত্রী আদিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ইরাকে সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ হয়েছে। অপরদিকে, দেশটির প্রধানমন্ত্রী আদিল আব্দুল-মাহদি বিক্ষোভকারীদের দাবি মেনে নিয়ে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়তে আমাদের আরও কিছু করা প্রয়োজন। সরকারের দুর্নীতি, মৌলিক সেবার অভাব এবং ক্রমবর্ধমান বেকারত্বের ফলে হতাশ হয়ে দেশব্যাপী বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। দেশটিতে গত কয়েক দশকে এই ধরনের বিক্ষোভ দেখা যায়নি। শুক্রবার এক প্রতিবেদনে এসব কথা জানায় যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন। এদিন সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে স¤প্রচারিত এক ভাষণে আদিল আব্দুল-মাহদি বিক্ষোভকারীদের চাকরি সুযোগ এবং ব্যাপক সংস্কারের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য সরকারের আরও বড় ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার। ইরাকের প্রধানমন্ত্রী বলেন, সরকার দ্রæত দরিদ্রদের জন্য প্রাথমিক মজুরি নির্ধারণ করে একটি প্রকল্প উপস্থাপন করবে। সব ইরাকি পরিবার যাতে সম্মানের সঙ্গে বাঁচতে পারে সেজন্য এটি করা হবে। প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রত্যেককে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ইরাকের মানবাধিকার বিষয়ক স্বাধীন হাই কমিশনের সদস্য আলি আকরাম আল-বায়াতি সিএনএনকে জানান, চলমান বিক্ষোভে কমপক্ষে ৩৪ জন নিহত এবং এক হাজার ৫১৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩১ জন বিক্ষোভকারী এবং তিনজন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ