Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

পাইথন উগড়ে দিলো বিড়ালটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

খিদের চোটে আস্ত একটি বিড়ালকে গিলে ফেলেছিল পাইথন সাপ। কিন্তু হজম করতে পারেনি। শেষ পর্যন্ত উগড়ে দিতে হলো বিড়ালটিকে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গুজরাটের বরোদায়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ঘটনার দিন সকালে ভেজালপুর গ্রামের একটি বাড়ির পেছনে হাজির হয় সাপটি। বিড়ালটিকে ধরে গিলে ফেলতে চেয়েছিল সে। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। বনকর্মী বিজয় পার্মা জানিয়েছেন, স্থানীয় জনতার নজরে প্রথম আসে পাইথনটি। তারাই বন দফতরকে খবর দেন। এরপর বিজয় পার্মার ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী দ্রুত ছুটে যান এলাকায়। বিজয় পার্মার জানিয়েছেন, ‘পাইথনটি গাছের আড়ালে লুকিয়েছিল। সে বিড়ালটিকে ধরে গিলে ফেলতে চেয়েছিল, কিন্তু সেটি আকারে বড় হওয়ায় পরে উগরেও দেয়।’ এক ঘণ্টা চেষ্টার পর সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়া হয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ