Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেরি চলাচল ব্যাহত আরিচা রোডে ট্রাকের দীর্ঘ সাড়ি যানবাহন শ্রমিকদের চরম দুর্ভোগ

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৯, ৫:০৫ পিএম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বিঘœ ঘটায় স্বাভাবিক যানবাহন পরাপার চরমভাবে ব্যহত হচ্ছে। পণ্যবাহী ট্রাকগুলোকে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে ঘাটে এসে। পাটুরিয়া ঘাট এলাকায় যানজট এড়াতে এবং যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি নির্বিঘেœ পারাপার করতে পণ্যবাহী ট্রাকগুলোকে মহাসড়কের বিভিন্ন স্থানে আটকিয়ে রাখা হচ্ছে। ঢাকা-আরিচা মহাসড়কের আরিচা ঘাটের কাছে ৪কিলোমিটার এলাকা জুড়ে ট্রাকের দীর্ঘ সাড়ি থাকায় এ রোডে চলাচলকারী যাত্রী ও যানবাহন শ্রমিকদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব ট্রাকগুলোকে মহাসড়কের উপর দাড় করিয়ে না রেখে আরিচায় অবস্থিত বিআইডব্লিউটিএর দুটি ট্রাক টার্মিনালে রাখা হলে দুর্ভোগ পোহাতে হবেনা বলে জানান স্থানীয়রা।
জানা গেছে, ফেরি সংকট ,নদীতে প্রবল ¯্রােত এবং দৌলতদিয়া ঘাটের কাছে নদী ভাঙ্গনের কারণে গত এক সপ্তাহ ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘœ ঘটছে। এতে পারাপারে সমস্যা হয়ে কমে গেছে যানবাহন পারাপার। এমতাবস্থায় পুলিশ পাটুরিয়া ঘাট এলাকায় যানজট এড়াতে এবং নির্বিঘেœ যাত্রীবাহী বাস এবং প্রাইভেটকার ও মাইক্রবাসসহ ছোট গাড়ি পারাপারের জন্য মহাসড়কের বিভন্ন স্থানে ট্রাকগুলোকে আটকিয়ে রাখছে । ঢাকা-আরিচা মহাসড়কের উথলী সংযোগ মোড় থেকে পাটুরিয়াগামী ট্রাকগুলোকে আটকিয়ে রাখা হচ্ছে। ফলে শুক্রবার সকালে উথলী সংযোাগ মোড় থেকে আরিচা ঘাট পর্যন্ত ৪ কিলোমিটার এলাকা জুড়ে ট্রাকের দীর্ঘ সাড়ি দেখা গেছে। এতে এ রোডে দফায় দফায় যানজটের সৃষ্টি হয়ে আরিচার মধ্যে যানবাহন চলাচলে ভীষন অসুবিধা হচ্ছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন শ্রমিক ও যাত্রীদেরকে। এছাড়া গত বৃহস্পতিবার মহাসড়কের বরংগাইল ও মহাদেবপুর এলাকায় মহাসড়কের উপর ট্রাক আটকিয়ে রাখ হয়। ঘাট পর্যন্ত পৌছাতে অনেক সময় লাগছে বলে জানান ট্রাক শ্রমিকরা। এ ভোগান্তি থেকে অতি দ্রুত পরিত্রাণ পেতে আরিচায় বিকল্প ফেরি ঘাট চালু করার দাবী জানান ট্রাক শ্রমিকরা।
ট্রাক চালক মো. আব্দুল মালেক বলেন, সে বুধবার রাতে ঢাকা থেকে পণ্যবোঝাই করে কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসেন। রাতে একবার বাথলী ওয়েট স্কেলের ওখানে আটকিয়ে দেয় পুলিশ। ওখান থেকে ছেড়ে আসার পর বৃহস্পতিবার সকালে মহদেবপুর এলাকায় দ্বিতীয় দফায় আটকিয়ে দেয়া হয় তাকে। বৃহস্পতিবার দুপুরে উথলী সংযোগ মোড়ে আসলে পুলিশ তাকে পাটুরিয়া ঘাটের দিকে যেতে না দিয়ে আরিচার দিকে পাঠিয়ে দেওয়া দেয়। কখন যে ফেরির নাগাল পাবেন তা তিনি বলতে পারছেননা।
অপর ট্রাক চলাক সোহেল মিয়া বলেন, সে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ঢাকা থেকে ট্রাক ছেড়ে রাত সাড়ে ৮টার দিকে উথলী সংযোগ মোড়ে আসলে পুলিশ তার ট্রাকটি আটকিয়ে আরিচার দিকে পাঠিয়ে দেয়। শুক্রবার সকালে আরিচা ঘাটের কাছে এসে মহাসড়কের উপর সাড়িবদ্ধভাবে অপেক্ষায় থাকতে হয় তাকে। পয়ঃনিস্কাশন ও খাবার-দাবারসহ ভীষন অসুবিধা হচ্ছে তাদের। কখন যে তাদের এ ভোগান্তির অবসান হবে তা বলতে পারছেননা তিনি।
ট্রাক হেলপার সানোয়ার হোসেন বলেন, নারায়নগঞ্জ থেকে পণ্যবোঝাই করে তাদের ট্রাক গত বৃহস্পতিবার বিকালে ছেড়ে আসে। রাতে উথলী সংযোগ মোড়ে আসলে পুলিশ তাদের ট্রাক আটকিয়ে দেয়। শুক্রবার সকাল ৮টায়ও পাটুরিয়া ঘাটের দিকে রওয়ানা দিতে পারেনি। কতদিনে ফেরির নাগাল পাবে তা বলতে পারছেনা সে।
এ পরিস্থিতে আরিচায় বিকল্প ফেরি ঘাট চালুর দাবী জানান এসব ভুক্তভোগী ট্রাক শ্রমিকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ