নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সিজেকেএস’র ব্যবস্থাপনায় এবং কোয়ালিটি আইসক্রিমের আর্থিক সহযোগিতায় আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতায় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। এ দলটি সাত খেলায় ছয় জয় ও এক ড্র করে ১৩ পয়েন্ট পেয়েছে। সমসংখ্যক খেলা শেষে পাঁচ জয় ও দুই ড্র নিয়ে ১২ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছে গ্রানার্স ইংলিশ স্কুল। এছাড়া তৃতীয় স্থান পেয়েছে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল। কাজির দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন দাবা ফেডারেশনের সভাপতি ও র্যাব-এর মহাপরিচালক বেনজীর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র ও সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মাহাবুবর রহমান, দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দীন শামীম। ৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে এবারের প্রতিযোগিতা ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গতকাল শেষ হয়। এতে মোট ২৫টি স্কুলের ৫২টি দল এবং ২৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।