Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

বিয়েতে নারাজ তরুণী, অনশনে প্রেমিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম


 ১২ বছরের সম্পর্কের পর বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার বাড়ির সামনে অনশনে বসলেন যুবক। খবর পেয়ে ওই যুবককে সরিয়ে দিয়েছে পুলিশ। তবে অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ওই প্রেমিক। জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের গড়িয়া নবগ্রামের বাসিন্দা বাবু ম-ল। প্রায় ১২ বছর ধরে এলাকারই এক তরুণী দেবযানীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। কিন্তু এই সম্পর্ক মেনে নেয়নি তরুণীর পরিবার। তার পরও তাদের সম্পর্ক স্বাভাবিকই ছিল। কিছুদিন ধরে ওই যুবককে এড়িয়ে চলতে শুরু করে দেবযানী। একাধিকবার এই বিষয়ে প্রেমিকার সঙ্গে কথা বলেন বাবু। কিন্তু কোনও কিছুতেই পুরনো সম্পর্ক জোড়া লাগাতে রাজি হননি ওই তরুণী। স্পষ্টভাবে দেবযানী জানিয়ে দেন, তার পক্ষে বাবুকে বিয়ে করা সম্ভব নয়। এমনকি বাড়ির লোকদের পছন্দে বিয়ের জন্য প্র¯তি নিতে শুরু করছে দেবযানী এমন খবরও ছড়িয়ে পড়ে। এরপরই প্রেমিকাকে ফিরে পেতে বুধবার দেবযানীর বাড়ির সামনে ধরনায় বসেন বাবু। খবর পেয়ে পুলিশ ঘটনা¯লে গিয়ে ওই যুবককে সরিয়ে দেয়। সেই সময় বাধ্য হয়ে ফিরে যান বাবু। পরে বৃহস্পতিবার সকালে ফের প্রেমিকার বাড়ির সামনে অনশনে বসেন ওই যুবক। এবারও পুলিশ তাকে সরিয়ে দেয়। কিন্তু প্রেমিকাকে ফিরে না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন বাবু। ওয়েবসাইট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ