Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আশাশুনিতে দুই ক্লিনিককে জরিমানা ও মালামাল জব্দ

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা ঃ  আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ক্লিনিককে জরিমানা ও এক ক্লিনিকের মালামাল জব্দ করা হয়েছে। গতকাল (বুধবার) দুপুর দু’টার দিকে কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবর্ণা রায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরীন ও জুনিঃ ম্যাজিস্ট্রেট আবু তাহের ও মেডিকেল অফিসার ডাঃ আরিফুজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় কুল্যার মোড়ে মা সার্জিক্যাল ক্লিনিককে ১০,০০০ টাকা ও সোনার বাংলা ক্লিনিককে ৭.০০০ টাকা জরিমানা করা হয়। এবং বুধহাটা নার্সিং হোমের মালিককে না পেয়ে ওয়াড বয় মনোরঞ্জন পালকে নিয়ে ওটিতে থাকা ৩১ প্রকার যন্ত্রপাতি জব্দ করা হয়।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশাশুনিতে দুই ক্লিনিককে জরিমানা ও মালামাল জব্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ