Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যারিস ফ্যাশন সপ্তাহে পা ছাড়াই হাটল ছোট্ট ডেইজি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ৭:০৮ পিএম

প্যারিস ফ্যাশন উইকে ক্যাটওয়াক করল ব্রিটেনের ডেইজি-মে দিমিত্রি৷ নয় বছর বয়সি দিমিত্রির প্যারিসে এটিই প্রথম অংশগ্রহণ৷ এর আগে লন্ডন ও নিউইয়র্কে হেঁটেছে সে৷ মাত্র দেড় বছর বয়সে ব্রিটেনের নয় বছর বয়সি ডেইজি-মে দিমিত্রির দুই পা কেটে ফেলতে হয়েছে৷ তবে পা না থাকা তার ক্যারিয়ারে বাধ হয়ে দাঁড়াতে পারেনি। সম্প্রতি সে প্যারিস ফ্যাশন সপ্তাহে অংশ নিয়েছে৷

জন্মগত ত্রুটির কারণে মাত্র দেড় বছর বয়সেই ডেইজির দুই পা কেটে ফেলতে হয়েছিল৷ সেই থেকে কৃত্রিম পা ব্যবহার করে স্কুলে যায় সে৷ তবে মডেলিংয়ের সময় কার্বন ব্লেড ব্যবহার করে ডেইজি৷ ফ্যাশন নিয়ে একটি টিভি শো দেখে ডেইজিকে মডেলিং সম্পর্কে জানিয়েছিল তার বাবা৷ এরপর বছরখানেক আগে ব্রিটেনে শিশুদের পোশাকের বিভিন্ন ব্র্যান্ডের হয়ে মডেলিং শুরু করে ডেইজি৷ প্যারিসে সে ফরাসি ব্র্যান্ড ‘লুলু ই জিজি’র মডেল হয়েছে৷ অভিজাত এই ব্র্যান্ডের বাচ্চাদের একটি ‘প্রিন্সেস অ্যান্ড দ্য পি’ গাউনের দাম ২,৬০০ ডলার পর্যন্ত হয়ে থাকে৷ ডেইজিকে মডেল করার সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি বলে জানিয়েছেন লুলু ই জিজির প্রতিষ্ঠাতা এনি হেগিডাস বুইরো৷ ডাউন সিন্ড্রোম থেকে শুরু করে ‘কার্ভি’ কিশোরী - সবাই লুলু ই জিজির মডেল হয়েছে বলে জানান তিনি৷

ডেইজির জন্মের পর মেয়ের ভবিষ্যৎ চিন্তায় উদ্বিগ্ন হয়ে একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন তার বাবা অ্যালেক্স দিমিত্রি৷ তবে এখন মেয়ের সাফল্যে খুশি তিনি৷ ‘সে যখন জন্মেছিল তখন আমরা মনে করেছিলাম, দুনিয়ার সব শেষ হতে চলেছে৷ কিন্তু এখন দেখছি, সে আমাদের জন্য একটি উপহার ছিল,’ বলেন দিমিত্রি৷ ডেইজি জানিয়েছে, সে সুন্দর পোশাক পরে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে৷ ‘প্রথমে চুল ঠিক করি, তারপর মেক-আপ নিই৷ তারপর পোশাক ও পা পরে ক্যাটওয়াকে যাই৷ কখনো কখনো আমি যে অন্যরকম, তা বুঝতে পারি না,’ বলে ডেইজি৷ সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ