বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভালুকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার মামারিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি- সাদ্দাম ডাকাত সর্দার এবং একাধিক মামলার আসামি। তিনি গফরগাঁও উপজেলার শিবগঞ্জ এলাকার ফজলুল হকের ছেলে।
ময়মনসিংহ ভালুকা মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মাজহারুল হক জানান, বুধবার রাত দেড়টার দিকে একদল ডাকাত ভালুকা উপজেলার মামারিশপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টহল দল। এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে ওপর হামলা চালায়।
পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। এ সময় সহযোগিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দাম নামে একজনকে আটক করে পুলিশ।
আহত সাদ্দামকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাদ্দামের নামে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে বলেও জানান ওসি।।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।