Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে

সিঙ্গাপুরে আইনমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানব উন্নয়নের সঙ্গে অবকাঠামোগত উন্নয়নের যোগসূত্রকে নীতিগতভাবে অগ্রাধিকার দিয়েছে। এর সুফল বাংলাদেশ পেতে শুরু করেছে। বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী ২০১৮-২০১৯ অর্থ বছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৮.১৩ শতাংশ। মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার ছুঁয়েছে। বর্তমানে সরকার ৩০০ বিলিয়ন টাকার পদ্মা সেতু, ২২ বিলিয়ন টাকার মেট্টো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অনেক ফ্লাইওভার, কয়েক ডজন অর্থনৈতিক অঞ্চল এবং পায়রা সমুদ্রবন্দরসহ অনেক মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। গতকাল বুধবার সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটিতে অনুষ্ঠিত এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ফোরামে ‘স্ট্রেংদেনিং পাটনারশিপ টু ড্রাইভ এশিয়াস ইনফ্রাস্ট্রাকচার ভিশন’ শীর্ষক সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী। বাংলাদেশ ও এর পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার কথা তুলে ধরে আনিসুল হক আরো বলেন, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ সক্রিয় অবস্থানে থাকায় গত দশ বছরে বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ব্যাপক উৎসাহ পেয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ