বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলার ৯টি উপজেলার এলজিইডির সড়কের নির্মাণ সংস্কার কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক ৯টি উপজেলার সড়ক নির্মাণ/মেরামতের পুনর্নির্মাণ ইত্যাদি কাজ জরুরি ভিত্তিতে চলছে। ওই সকল সড়ক নির্মাণ সংস্কারে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ৯টি উপজেলার মধ্যে আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারে অন্যতম।
সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার সড়ক সংস্কার কাজটি করছেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন। আলফাডাঙ্গা উপজেলার সড়ক সংস্কারের কাজটি করছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতা সাহেব সরোয়ার। আলফাডাঙ্গা উপজেলার এলজিইডির এসও মোকলেসুর রহমানের সাথে কাজের বিষয়ে যোগাযোগ করলে তিনি জানান, আপনারা সাংবাদিক, সাংবাদিকতাই করতে থাকেন কে কোথায় কাজ করলো, ক্যামন কাজ হলো এ বিষয়ে মাথা ঘামাবেন না। আমরা এখন ফরিদপুরের এলজিআরডি মন্ত্রীর লোক, কিছু সুযোগ সুবিধা তো থাকবেই। এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা প্রকৌশলী জানান, যদি কোথাও কোনো কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে থাকলে তার পুনরায় উক্ত ঠিকাদার দিয়ে সংস্কার করিয়ে নেয়া হবে।
ফরিদপুরের এলজিআরডির নির্বাহী প্রকৌশলী নূর হোসেন জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কোনো সুযোগ নেই।
আলফাডাঙ্গা উপজেলার এলাকাবাসী জানায়, নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে এসও মোকলেসুর রহমানকে বারণ করলে তিনি আমাদের প্রভাবশালী রাজনৈতিক দলের ভয় দেখান এবং আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করার ভয় দেখান। তারা আরো বলেন, এলজিআরডির কর্মকর্তারা সাম্প্রতিক খুব বেপরোয়া হয়ে পড়েছে। এদের সাথে কোনো কথাই বলা যায় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।