Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুত্রের হাতে পিতা খুন

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে নোয়াগাঁও গ্রামে গতকাল (বুধবার) সন্ধ্যায় মাদকাসক্ত পুত্রের দা’য়ের কুপে ইব্রাহিম শেখ (৬০) খুন হয়েছে। নিহত ইব্রাহিম ওই গ্রামের মৃত সাদত শেখের পুত্র। স্থানীয় জনতা ঘাতক পুত্র দেলোয়ার হোসেন (২৮)-কে আটক করে পুলিশে সোপর্দ করে। এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ইব্রাহিম শেখের পুত্র দেলোয়ার মাদকাসক্ত যুবক। প্রায়ই সে নেশার টাকার জন্য পিতার ওপর অত্যাচার-নির্যাতন করত। বুধবার সন্ধ্যায় দেলোয়ার পিতার কাছে নেশার টাকা দাবি করে। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে বৃদ্ধ পিতাকে এলোপাতাড়ি কুপায়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম শেখের মৃত্যু হয়। ঘাতক দেলোয়ার পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে আটক করে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দেলোয়ারকে গ্রেফতার করে এবং নিহতের লাশ উদ্ধার করে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, ঘাতক পুত্রকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুত্রের হাতে পিতা খুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ