Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পায়ে গুলি করতে বলছিলেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অভিবাসীদের পায়ে গুলি করার পরামর্শ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স¤প্রতি নিউ ইয়র্ক টাইমসের দুই সাংবাদিকের লেখা একটি বইয়ে এই তথ্য পাওয়া গেছে। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে আসতে থাকা অভিবাসীদের ঠেকাতে এমন কঠোর ছিলেন ট্রাম্প। গত কয়েক মাসে ব্যাপক হারে বেড়েছে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ। চলতি সপ্তাহেই শিশুসহ আরও তিনজন অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন। আর এই মৃত্যুর মিছিলের জন্য ট্রাম্পের অভিবাসন নীতিকেই দায়ী করা হচ্ছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে নিহত হয় ২৮৩ অভিবাসী প্রত্যাশী মানুষ। যার মধ্যে আছে নারী ও শিশুও। মেক্সিকো থেকে আসা অভিবাসীদের ঠেকাতে মরিয়া হয়ে ওঠেন ট্রাম্প। কাঁটাতারের বৈদ্যুতিক বেড়া স্থাপন ছাড়াও সাপ ও কুমির ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ট্রাম্প প্রশাসনের অন্যতম লক্ষ্য। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক মাইকেল শিয়ার ও জুলি ডেভিস যৌথভাবে এই বইটি লেখেন। সেখানে বেশ কয়েকজনের সাক্ষাতকার নেওয়া হয়। সেখানে বলা হয়, চলতি বছর মার্চে সব অভিবাসন বন্ধ করার চেষ্টা করেছিলেন ট্রাম্প। বইটিতে দাবি করা হয়, সেনাদের ব্যক্তিগতভাবে বলেছিলেন যেন অভিবাসীদের পায়ে গুলি করে ঠেকানো হয়। তখন তাকে বলা হয়, বিষয়টি বৈধ হবেনা। এরপর তিনি সীমান্তে নালা তৈরির প্রস্তাব দেন যেখানে সাপ কিংবা কুমির থাকবে। এছাড়া বৈদ্যুতিক বেড়াও তৈরির প্রস্তাব দেন তিনি। ছিলো কাঁটাযুক্ত দেয়ালের পরিকল্পনাও। ইন্টারনেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ