মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার নিরাপত্তা বেষ্টনী ডিঙ্গিয়ে খাঁচায় ঢুকে সিংহকে নাচ দেখিয়েছেন এক নারী। আফ্রিকান সিংহের ঘেরে অনুপ্রবেশ করে ওই নারী নিজেকে ‘গুরুতর বিপদে’ ফেলেছিলেন বলে চিড়িয়াখানার এক মুখপাত্র জানিয়েছেন। তার বিবৃতির বরাত দিয়ে সিএনএন বলেছে, তিনি অবৈধ অনুপ্রবেশ করে মারাত্মক লঙ্ঘন করেছেন; ফলে তার হতাহত হওয়ার শঙ্কা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ওই নারী সিংহটির দৃষ্টি আকর্ষণ করতে হাত দোলাতে দোলাতে নাচতে থাকেন। সিংহ তার দিকে কয়েক ধাপ এগিয়ে এলেও তাকে ভীত বা উদ্বিগ্ন মনে হয়নি। পেছনে শিশুসহ পথচারীদের কথাবার্তা শোনা যাচ্ছিল। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) গোয়েন্দা কর্মকর্তা সোফিয়া ম্যাসন সিএনএনকে বলেন, জরুরি সহায়তার জন্য কেউ ৯১১ নম্বরে ফোন করেনি, কাউকে গ্রেপ্তারও করা হয়নি। মঙ্গলবার তাদেরকে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া তার কাছে আর কোনও তথ্য নেই। এনওয়াইপিডি জানিয়েছে, ‘অপরাধম‚লক অনুপ্রবেশের’ একটি অভিযোগ দায়ের করেছে ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে ওই নারী কীভাবে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে সেখানে ঢুকলেন বা কতক্ষণ সে সেখানে ছিল তা স্পষ্ট নয়। এঘটনায় ওই নারী বা সিংহ কেউই আহত হয়নি। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।